ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশী নারী লাঞ্চিত

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ'র হাতে বাংলাদেশী নারী লাঞ্চিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী সীমান্তে বিএসএফের বিরুদ্ধে এক নারীক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেছে।

জানাগেছে,মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট এলাকায় ৮৯৩ নং পিলারের কাছে ভারতীয় কাটা তারের পাশে পোশাক শুকাতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে লাঞ্চিত হয়েছেন জোহরা বেগম (৪৮) নামে এক নারী। তার পিতার নাম নেহাল উদ্দিন।

তবে নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে বলেন, ওই নারী মাদক আনতে গিয়েছিল সীমান্তে।

এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশী বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

হাতীবান্ধা,বিএসএফ,লাঞ্চিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত